ব্রা কি?

0

ব্রা কি
ব্রা কি?


ব্রা হচ্ছে মেয়েদের অন্যতম একটি প্রয়োজনীয় প্রসাধনী। বয়ঃসন্ধিকালের পর থেকে একটি মেয়ে ব্রা’র প্রতি কৌতুহল হয়ে পরে। ব্রা প্রসাধনীটি স্তনকে আকর্ষণীয় করে তোলে। সহজ ভাষায় বলতে গেলে, ব্রা সাধারণত কাপড় বা কাপড় ও ফোমের সমন্বয়ে তৈরি একটি প্রয়োজনীয় পোশাক। এটা পুরুষের শার্টের নিচের গেঞ্জির মতোই একধরনের পোশাক হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু আমাদের বর্তমান সমাজেও এই ব্রা কে মানুষ নরমাল চোখে দেখতে পারে না। 


ছোটবেলায় কম বেশি সবারই অর্ন্তবাস নিয়ে বিশেষ উৎসাহ থাকে। এটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষেই। যদিও এখন নানারকম ঘটনার জেরেই ছোট থেকেই প্রাইভেট পার্টস নিয়ে বিশেষ ক্লাশ থাকে সব স্কুলেই। যে কোনো মেয়েদের স্কুলেই প্রথম শ্রেণি থেকেই জোর দেওয়া হয় “টেপ জামা”। এমনও কিছু স্কুল আছে প্রার্থনার পর লাইনে দাঁড়িয়ে রীতিমতো দেখা হতো সবাই টেপ জামা পরছে কিনা। উঁচু ক্লাসের সঙ্গে সঙ্গেই বদলায় সেই নিয়ম। আর এখান থেকেই প্রথম আসক্তি হয় ব্রা নিয়ে। বাড়ির মা সহ স্থানীয় সকলেই ব্যবহার করেন কিন্তু সব সময় তা লোক চক্ষুর আড়ালে রাখেন। যথা সম্ভব ছেলেদের অগোচরে। কিন্তু কেনো এই বিশেষ বস্তুটির তা নিয়ে কৌতুহল থাকেই। যে কৌতুহল থেকে বাচ্চারা শাড়ি, ব্লাউজ পরতে এতোটাই ভালবাসে। তাদের ধারণা শাড়ি পরলেই বুঝি ব্রা পরা যায়। ব্রা কিনতে গিয়ে অনেকেই দোকানে নানারকম সমস্যার সম্মুখীন হন। এমনকি দোকানে যদি ছেলেরা থাকেন তাহলে লজ্জায় অনেকেই বলতে পারেন না, ঠিক কি চাই। তাদের জন্য রইলো এই টিপস।


Post a Comment

0Comments
Post a Comment (0)