মেয়েরা কেনো ব্রা পরে?

0

মেয়েরা ব্রা ড়রে কেনো
মেয়েরা ব্রা পরে কেনো? 


অর্ন্তবাস মেয়েদের একটি গুরুত্বপূর্ণ পোশাক। যেটা ছাড়া মেয়েরা স্বাভাবিক ভাবে চলতেই পারে না। বিশেষ করে বিবাহিত মহিলাদের ব্রা ছাড়া কোনো বিকল্প নেই। কিন্তু সবসময় ব্রা পরা উচিত কি? বাহিরে বের হলে সবসময় প্রয়োজন। কিন্তু কেন? 


মেয়েরা ব্রা পরার মূল কারণই হচ্ছে স্তনকে সুরক্ষিত রাখা। এছাড়াও যে কোনো ধরনের আঘাত থেকে মোকাবেলা করে। এছাড়া মেয়েদের নানারকম কাজ করতে হয় প্রতিনিয়তই। রান্না করা থেকে শুরু করে বাসার সমস্ত কাজই মেয়েদের নিচুঁ হয়ে করতে হয়। অনেক সময় নিঁচু হয়ে কাজ করার কারণে মেয়েদের স্তন ঝুলে পরে। বেশি হাটাহাটি করলে অনেক সময় ঝাকিতে স্তন বড় হয়। এজন্য নিজের স্তন স্বাভাবিক রাখতে সঠিক মাপের ব্রা পরা উচিত।


কিভাবে ব্রা স্তনকে সাপোর্ট দিবেঃ মেয়েরা এখন অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সাথে সাথে তাদের আকার আকৃতি অনেক বড় হয়ে যায়। অনেকেই নিজের শরীরকে ফিট রাখতে চেষ্টা করে। এই জন্যই কিছু মেয়েরা নিয়মিত ব্যায়াম ও দৌঁড়, ঝাপ করে থাকে। যার কারণে তাদের স্তনে ঝাকি লাগে ।

এজন্য তাদের স্তন আরো বেশি বড় হয়ে যায়। দেখতে অনেকটা খারাপ দেখায়। পথের মানুষও অনেক কিছু বলে থাকে। এসব সমস্যা থেকে বাঁচার জন্য সঠিক মাপের ব্রা পরিধান করা উচিত। এবং কোন মাপের ব্রা আপনার সঠিকভাবে সাপোর্ট দিতে পারবে সেটা আপনি নিজেই ঠিক করে নিতে হবে। 


পোশাকের সাথে নিজেকে কিভাবে মানিয়ে নিবেন? 

স্তনের আকার আকৃতি সবার সমান নয়। কারো লম্বাটে হয়, কারো ঝুলে থাকে এবং কারো অতিরিক্ত উঁচু হয়ে থাকে। অনেকের পোশাক অনেক রকম হয়ে থাকে। কারো মোটা কাপড়ের এবং কারো পাতলা কাপড়ের হয়ে থাকে। দেখতে হবে পোশাকের উপর দিয়ে ব্রা দেখা যায় কি না। সেটা দেখে আপনি নিজেই সিদ্ধান্ত নিতে হবে। যত সুন্দর পোশাকই পড়েন না কেনো ব্রা না পড়লে আপনাকে কখনোই ভালো দেখাবে না। এবং কখনো আপনার স্তন দুটি আপনার পোশাকের সাথে ফিট হবে না। মেয়েদের স্মার্ট দেখতে ব্রা পরার কোনো বিকল্প নেই। 



সবসময় কি ব্রা পরা ভালো? 

ব্রা মেয়েদের স্মার্ট রাখতে সাহায্য করে। কারণ মেয়েদের বডি দেখে ছেলেরা বেশি আকর্ষণ হয়। কিন্তু সবসময় ব্রা পরা উচিত নয়। সবসময় ব্রা পরলে স্তন ঘেমে যায় এবং বিভিন্ন রোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এবং সঠিক মাপের কাপ দেখে ব্রা পরিধান করা উচিত। কিন্তু রাতে ঘুমানোর সময় জাল বা নেট আকৃতির ব্রা পরাই উত্তম। এতে কিছুটা হাওয়া বাতাস লাগে। 


প্রেগন্যান্ট মহিলারা যে ধরনের ব্রা পরবেন

প্রেগন্যান্ট অবস্থায় মহিলাদের ব্রেস্ট বা দুধের নানা ধরনের ‍পরিবর্তন হয়। ব্রেস্ট তখন অনেক বেশি সেনসেটিভ হয়ে যায়। তখন একটু বড় এবং অনেকটাই নরম হয়ে যায়। এক্ষেত্রে ব্রা স্তনকে পুরোপুরি সাপোর্ট দিয়ে রাখে। এজন্য প্রেগন্যান্ট অবস্থায় মাদার ব্রা পরা উচিত।  


Post a Comment

0Comments
Post a Comment (0)